\სჯy শ্ৰীকৃষ্ণকীর্তন মতিমোষ মোকে কর বল । ভুজিবি তো লিখিত ফল ॥ ৩ ॥ না শুণিলি পুরাণ কথা । না জাণসি ধরম বেবথা ॥ দান সাহ পর নারী আশে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ পাহাড়ী আরাগঃ । ক্রীড়া ॥ পরাশর নামে ঋষি আছিলা বিশাল । তীন ভুবনে জানী তপস্যা যাহার ॥ জল মাঝে মীন কণ্যা করিল গমন । তাত উপজিলা বেদব্যাস তপোধন ॥ ১ ॥ তোহ্মার বচন রাধা সবই আতত । পর দারে পাপ নাহি মুনীর সমত ॥ ধ্রু ॥ পাঞ্চ পাণ্ডবের ভৈলা কুন্তী জননী । পাঞ্চ পতী যার ভৈল সব লোর্কে জাণী ॥ রস্তা আদি বেশ্যাক রমন্তি ত্ৰিদশে । হেন সব কণ্যা কেহ্নে স্বরপুরে বসে ॥ ২ ॥ ত্রিপথগামিনী গঙ্গা হরে শিরে ধরে । হেন গঙ্গা রমিল শান্তন নাম নরে ॥ নারীর সস্তোগে রাধা যদি পাপ বসে । এ তীন ভুবনে কেহ্নে সে গঙ্গা পরসে ॥ ৩ ॥ নিজ পর নারী দোষ নাহিক সংসারে । যত সতীপণ সব মিছা জাণ তারে ॥ এহ জাণী একমনে পুর মোর আশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।