পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪ ] সন ১২৮০ সালের ১১ই পৌষের সোমপ্রকাশে জনৈক পত্র-প্রেরক লিখিয়াছিলেন, ‘চণ্ডীদাসের ১৩৩৯ শকে জন্ম ও ১৩৯৯ শকে মৃত্যু হয় । ইহার পিতার নাম দুর্গাদাস বাগচী, ইহার বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ । ইহার রচিত গ্রন্থের নাম গীতচিন্তামণি ৷” পত্র-প্রেরক মহাশয়ের উক্তিতে কাহারও শ্রদ্ধা দেখা যায় না । নিত্য-সহচরী বামুণী চণ্ডীদাসকে নান্ন,রে দেখিয়াছিলেন। নায়ুর,— বীরভূম জেলার অন্তর্গত নায়ুর ( পূৰ্ব্বনাম সর্ণকুর্গাপুর ) থানার অদূরে এবং সিউড়ী সদর হইতে প্রায় ২৬/২৭ মাইল পূৰ্ব্বাংশে অবস্থিত। প্রাচীন নানুর এক্ষণে কৃষিক্ষেত্রে পরিণত । কিছু দিন চইণ, সেখানে পুরাতন মন্দির e দেবমূৰ্ত্তির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হইয়াছিল । প্রবাদ,-চণ্ডীদাসের জন্মস্থান বঁকুড় জেলার ছাতনা গ্রামে । ১৩১৬ সালের শেষে আমরা ছাতন যাই। গ্রামবাসীর সাগ্রহে কবির মাতামহকুলের ভদ্রাসন-সংস্থিতি, রামীর ভিটা, ধোপ-পুষ্করিণী, বাস্থলীর ভগ্ন মন্দির, একে একে সমস্তই দেখteয় দেন এবং বলেন, চণ্ডীদাস মধ্যে মধ্যে ওখানে আসিয়া থাকিতেলু। দেখিয়া শুনিয়াও আমরা কিন্তু কবির জন্মভূমি সম্বন্ধে নিঃসংশয় হইতে পারি নাই । ফলতঃ জনশ্রুতির উপর হঠাৎ একটা সিদ্ধান্ত থাড় করা সমীচীন মনে হয় না । মিথিলাবাসীরা বলিয়া থাকেন, চণ্ডীদাস জেলা দরভঙ্গা ( দ্বারবঙ্গ ), থান বেনীপট্টীর অধীন উচ্ছৈথ, গ্রামে জন্মিয়াছিলেন। তিনি না কি সরস্বতীর আরাধনা করিয়া একজন মহাপণ্ডিত হইয়াছিলেন । তাহাতে কি ? চণ্ডীদাস নাম শুনিলেই ষে তাহাকে নায়রের প্রসিদ্ধ পদক ভাবিতে হইবে, এমন কোন কথা নাই। জনৈক বিখ্যাত অীলঙ্কারিকের নাম ছিল চণ্ডীদাস ॥১১ সংস্কৃত ভক্তিগ্রন্থ ভাবচন্দ্রিকা-রচয়িত অপর একজন চণ্ডীদাস ছিলেন । ১১ ইনি সংস্কৃত ভাষায় ধ্বনিসিদ্ধান্তসংগ্রহ ও কাব্যপ্রকাশদীপিকা প্রণয়ন করেন। LBBB BBBBB BBBBB BB BBB BBBBBB SBBBBS Dg ggS S ggS বিশ্বনাথ সাহিত্য-দর্পণে সগোত্র বলিয়া ইহার পরিচয় দিয়াছেন। ०२ विश्व८कtष, ७छे थ७, शृ* >४ ।।