পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سورSه শ্ৰীকৃষ্ণকীর্তন মালবরাগঃ ॥ যতিঃ ॥ দণ্ডকঃ ॥ নীল জলদ সম কুন্তল ভারা । বেকত বিজুলি শোভে চম্পক মালা ॥ ১ ॥ শিশত শোভএ তোর কাম সিন্দূর । প্রভাত সমএ যেন উয়ি গেল সূর ॥ ২ ॥ ললাটে তিলক যেহন নব শশিকলা । কুণ্ডল মণ্ডিত চারু শ্রবণ যুগলা ॥ ৩ ॥ নাসা তিলফুল তোর আতা আনুপাম । গণ্ডস্থল শোভিত কমল দল সম ॥ ৪ ॥ নয়ন যুগল শোভে যেহেন খঞ্জনে । ঈসত কটাক্ষে মোহে মুনি মনে ॥ ৫ ॥ বিম্বফল জিণা তোর আধরের কলা । মাণিক জিণিতীর্মা তোর দশন উজলা ॥ ৬ ॥ কণ্ঠ কন্তু সম কুচ কোক যুগল । বাহু মৃণাল কর রাত উতপল ॥ ৭ ॥ কনক চম্পক সম শোভে কলেবর। । মাঝা দেখি সিংহ গেলা পর্বত কুহরী ॥ ৮ ॥ নাভি গভীর তোর প্রেয়াগ উপাম । উরুযুগ রাম কদলী তরু সম ॥ ৯ মস্থর গমনে যাসি ভাগিবীর ডরে । তা দেখির্তা বনবাস লৈল করীবরে ॥ ১০ ॥ অমর পুরত নাহি হএ হেন রামা । বিধি কৈল জঙ্গমে কনক প্রতিমা ॥ ১১ ॥ দেবাসুরে মহোদধি মথিল তোহ্মারে। গাইল বড়, চণ্ডীদাস বাসলী বরে ॥ ১২ ॥