পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন ছাড়হ বিবুধি কাহাঞি স্বণ মোর বোল । দধি দুধ নঠ মোর আর স্কৃত ঘোল ॥ ধ্রু ॥ কালী তোর মুখে দিল যশোদাএ তনে। আজি দীনী হত মোর মাঙ্গ মাহাদাণে ॥ হেন আলাগন কথা শুণী কোণ রাজে । তোহ্মার মুখত কাহাঞি নাহি কিছ লাজে ॥ ২ ॥ এ বার বরিষ মোর তের নাহি পূরে। এহ দেখি রসত মন কর দূরে ৷ রুপস শরীর মোর কিছ নাহি কাজ । কেতকী কুসুম যেন ধুলীএ সাজ ॥ ৩ ॥ গোআল জাতী আহ্মে জাইএ দধি বিকে । কাজ বিণি কাহাঞি রহাআসি কিকে ॥ ঘুচাহ কচাল কাহাঞি তেজ মোর আশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ রামগিরীরাগঃ ॥ রূপকং ॥ আল রাধী সর্ববঙ্গে সুন্দরি তোএ দেব মুরারী মোএ তোর মোর উচিত সেনেহা । আল রাধা তোহ্মাতে মজিল মন ভালে জাণে দেবীগণ ইথে কিছ নাহিক সন্দেহ ॥ ১ ॥ আল রাধা না পরিহর স্বন্দর কাহাঞি । সব কলা সংপুনী তেঁ রাহী ॥ ধ্রু ॥