পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখণ্ড তোর নাম চন্দ্রাবলী মোর নাম বনমালী তোর মোর শোভএ মীলনে । কাহাঞি পাইবি বড় পুনে এহা পরিভাব মনে কেহে তেজ হাথের রতনে ॥ ২ ॥ এহা ভালে জাণে দেবলোকে । এবে তোহ্মে আকারণে তেজ মোর বচনে পাছে পাইবে বিরহ- শোকে ॥ ৩ ॥ তোহ্মে পদুমিনী জাতী তোহ্মীর আইহন পতি নপংসক সেহো কংস দাসে । নহে তোর পতিযোগ আহ্মা সমে ভুঞ্জ ভোগ গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ গুজ্জরীরাগঃ ॥ যতিঃ ॥ রাজা বড় খরতর নাহি শুণ কথা । লঘু নটক পাইলে কাটে তার মাথ ॥ গোচরিঙ্গা ফল করাইবো জেন জীণী । তোহ্মেত ভাগিনা কাহ্ন আহ্মেত মাউলানী ॥ ১ ॥ আহ্মে নাগরি গোআলী বড়ায়ি চৌহালিনী । কেহ্নে না চিহ্নসি আহ্ম আইহনের রাণী ॥ ধ্রু ॥ হাথে তুলী লৈল কাহাঞি সুবশ্নের বঁাশী । আহ্মাক দেখির্তা তোহ্মে আধিক রুপসী ॥ দেখির্তেসি পাইএ কাহাঞি ভক্ষির্তে না পাই । লাভে কিল বাড়ী খাই বান্ধিল জাই ॥ ২ ॥ এভো সুন্দর কাহ্নাঞি না কর রেঅাজ । দধি লর্জ যাইবোঁ মোএ মথুরার রাজ ॥ a o