পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখও বুঝিল কাহাঞি বুঝিল তোহ্মার মন । তোগা হেন পৃথিবীত নাহিক টেটন ॥৩ ॥ বিরোধ না কর কাহাঞি জাইর্তে দেহ ঘর । বিহীণ আইলাঙ্গে ভৈল তিঅজ পহর ॥ ধ্রু ॥ আহ্মার বচন রাধা স্থন পরমান । বিণি রতি পাইলে তোক না এড়িবে কাহ ॥ এঅ জাণী বৈশ রাধা আহ্মার পাশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ আহ্মীর পাশক রাধা আইস সত্বরে । নহেত বান্ধিতা থুইবে দানের আস্তরে ॥ ধ্রু ॥ মালবরাগঃ ॥ রূপকঃ ॥ লগনী ॥ এত বড় রাজা ভৈল ধনের কাতর। পথে মাহাদাণী খুইল হেন আছিদর ॥ ১ ॥ কাহারো আধিন নহে দেব বনমালী । আপণে স্থণল বোল রাধা ল গোআলী ॥ ২ ॥ মোর দধি ঘৃতে কেহ্নে তোহ্মে মাহাদাণী । তোহ্মে ভাগিনা কাহাঞি আহ্মেত মাউলানী ॥ ৩ ॥ বাটে হাটে ঘাটে কাহাঞির দান বটে । ভাণ্ড মাথে ষোল পন কডাহো নাহি টুটে ॥ ৪ ॥ সবে ষোল পোণ দেহ দধির পসারে । মিছাই ঝগড় কর কাহাঞি গোআরে ॥ ৫ ॥ পুরুব জনমে কৈল জলধি মথানে । তোহ্মে লক্ষী রাধা এবে আহ্মে হরি কাহ্নে ॥ ॥ সকল পুরুব কথা মিছা কহ তোহ্মে। কর্থী কাহ হরি তোহ্মে কথা লক্ষনী আহ্মে ॥ ৭ ॥