[ St J চণ্ডীদাস জাতিতে ব্ৰাহ্মণ ; যথা,— পিরীতি করিল জগতে ভাসিল ধোবিনী দ্বিজের সনে ॥১৩ পত্র দিয়া গেল ব্ৰাহ্মণ বসিল অন্ন আন চণ্ডীদাস ॥৯৪ বিপ্রকুলে ভূপ ভুবনে পূজিত যুগল-পরিতিদাত ॥১৫ ‘দ্বিজ চণ্ডীদাস’ ভণিতাযুক্ত পদেরও অপ্রতুল নষ্ট । স্বৰ্গীয় হারাধন দত্ত মুক্তিনিধি মহাশয় লিথিয়াছেন, ‘কলিযুগ পাবনবতার শ্ৰীশ্ৰীগৌরাঙ্গ মহা প্রভুর আবির্ভাবুে ত্রি-অশীতি বৎসর পূপে মহাত্ম চণ্ডীদাস এই বঙ্গভূমির রাঢ়দেশে অর্থাৎ বীরভূম জেলার নানুর গ্রামে রাঢ়ীয় ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন ১৩" প্রমাণ ইনিও দেন নাই । চণ্ডীদাস বীরেন্দ্র, কি রাঢ়ীয় ছিলেন, তাহার মীমাংস হইল ন; } কবির, পিতামাতাকে লইয়াও মতভেদ দৃষ্ট হয়। লীযুক্ত সন্ন্যাল মহাশয় তাঙ্গার ‘চঙ্গীদাস-চরিত’ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন, ‘ আমি ১৩৭৩ শকের লিখিত একখানি পুথি সংগ্ৰহ করিয়াছি । তাহাতে এক স্থলে পাওয়া যায়, ভবানীচরণ নামক এক ব্রহ্মণের ঔরসে, ভৈরবী নাম্নী এক কামিনীর গর্ভে চণ্ডীদাসের জন্ম হয় । বীরভূমিস্থ জনৈক বন্ধু লিখিয়াছেন, না রে বিশেষ অনুসন্ধান কবিয়া জানিলাম, চণ্ডীদাসের পিতার নাম ভবানীচরণ রায় ও জননীর নাম ভৈরীমুন্দরী ছিল । খুব সম্ভবতঃ • তাহার জন্ম BBAJSBB BBB BBD DDBBB S BBBBSBBBBB BBBBBB পত্র-প্রেরকের উক্তি সম্পূর্ণ সত্য নহে বলতেছেন, অথচ তাহার ১৩৭৩ শকে লিখিত পুথির নাম সাধারণের অপরিজ্ঞাত । পুথির যে স্থলে চণ্ডীদাসের জনক-জননীর কথা ছিল, সে স্থলটি উদ্ধার করা আবশ্বক বিবেচিত হয় নাই • ১৩ চণ্ডীদাসের চতুর্দশপদাবলী, সী প" প", ৫ম খণ্ড, ৩য় সংখ্যা, পৃষ্ঠা ১৭৩। ১৪ চণ্ডীদাসের চতুর্দশপদাবলী, সীঃ পঃ প", এম খণ্ড, ৩য় সংথ্য, পৃষ্ঠা ১৭৮। ১৫ চণ্ডীদাস (পরিষৎ-সংস্করণ) ক পরিশিষ্ট, পৃষ্ঠা /• । ১৬ নকৃভারত, ১২শ খণ্ড, ৬ষ্ঠ সংখ্য, পৃষ্ঠা ২৮১ ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।