পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন ভাঠিআলীরাগঃ ॥ ক্রীড়া ॥ ঘৃত দধি দুধে পসার সজার্তা পিন্ধিলো পাটের সাড়ী । খোম্পাত উপর গুজরে ভ্রমর তাহাত কাহ্নের ধাউী ॥ ১ ॥ কানেদ গোআলিনী পাগলি হর্তম! কি লর্তা জাইবে ঘরে । দধি পসারে ' কাহ মাহাদtণা কংসক না করে ডরে ॥ ধ্রু ॥ কদম তলাত বসির্তা কাহাঞি নাকে মুখে বঁাশী বা এ । দধি খাএ কাহাঞি আর ভাণ্ড ভাগে বলে আলিঙ্গন চাহে ॥ ২ ॥ নাকড়ি তলাত বসিঙ্গা কাহাঞি বলে কাঢ়ী খাএ খীরে । জখন দেখোঁ মো কাল কাহাঞি ডরে চিত নহে থীরে ॥ ৩ ॥ পাপে মন দিৰ্তা। নটক কাহাঞি . গোকুল কুল বিনাশে । বাসলী চরণ শিরে বন্দিৰ্তম! গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ রাখায় বচনং শ্রাত্বা জরতা প্রতিপাদিতং । : জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥