পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جا سb শ্ৰীকৃষ্ণকীর্তন দধি খাএ ভাণ্ড ভাগে দুধে দেয়ি পাণী । সমুন্ধ না মানে সে ভাগিনা মাউলানী ॥ তিন লোক খার্তা বোলে আহ্মার গোআলী । জগজনে বোলে সে ভাগিনী বনমালী ৷ ২ ৷৷ শিশু হেন দেখি কাহ্ন বড় কাজ করে । এড় এড় বুলিতে আধির্কে করে ধরে ॥ তার বোল বুলিতে সব গাঅ বিষ জলে । নান্দে যশোদার পোআ পন্থে বল করে ॥ ৩ ॥ আতি বড় দুরুজন বাটত কাহ্ন। বীর বরিষের মোর্কে মাগে মাহাদান ॥ দাণ ঘাটের কাহ্ন এড়, পতিতাশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ ককুরাগঃ ॥ রূপকং ॥ লগনী ॥ সুন ল স্থন্দরি রাধা পন্থত কৈলো বিরোধ তোক বৈরী আবাল গোপালে । মোএ গদা হাথে ধরে আজি দীপ চুর করে। দেহ দান না কর কচালে ॥ ১ ॥ আহ্মে আইহন গোআলী সব গুণে আগলী শিশু মুখে পরবত টালী । তোরে বোলো বনমালী বাপে মাএ দিবে। গালী পন্থ ছাড় ভৈল এত বেলী ॥ ২ ॥ আহ্মা শিশু না দেখিহ স্বণ ল সুন্দরি রাধা আহ্মে কলি ত্ৰিদশ ঈশরে । সুন্দরি সরূপে শুন বজর কত পরমান তার ঘাএ পরবত চুরে ॥ ৩ ॥