পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দণনখণ্ড b-a কাহাকে বুলিএ রতী না জাণে বড়ায়ি। হেন বিপরীত কথা কহন্তি কাহাঞি ॥ মোএ শিশুমতী বড়ায়ি করে কোণ বুধী । শুণির্জা বা কি বুলিবে সামী গুণনিধী ॥৩ অমূল রতন মানে ধরে মোর হাথে । মাঙ্গে স্বরতি দান সান দেই মাথে ॥ নিষধ নিষধ বড়ায়ি শ্ৰীমধুসূদন। গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ রাধায়া বচনং শ্ৰুত্ব জ রত্যা প্রতিপাদিত । জগাদ চতুরঃ কৃষ্ণঃ সচষ্ণে রাধিকামিদং ॥ রামগিরীরাগঃ ॥ রূপকং ॥ দেবের দেব আহ্মে শ্ৰীবনমালী । দুর্থে গেল চিরকাল সুণ ল গোআলা ॥ এবে স্থখ ভুঞ্জির্তে মোর গেল মন । পালাউ জরম দুখ দেহ আলিঙ্গন ॥ ১ ॥ না চিহ্নিলি আল রাধা না শুণিলি বাত । গোকুলত মাহাদাণী শ্ৰীজগন্নাথ ॥ ধ্রু॥ শঙ্খ চক্র গদা আহ্মে শারঙ্গ ধরী। আহ্মা না চিহ্নসি রাধা মুগধী গোআলী ॥ কোপে শচীপতি যবে বরিষএ ধারী। গোকুল রাখিল আহ্মে করে গিরী ধরী ॥ ২ শস্তু সম বান্ধি খোপা পাটােল পহির্জা । বিকে যাসি গোআলিনী লাস করির্তা ॥