سياسي শ্ৰীকৃষ্ণকীর্তন বিধিএ গঢ়িল রাধা তোর দুঈ তন । তা দেখিষ্ঠা ভোলে পড়িল জনাৰ্দ্দন ॥ ৩ বারে বীরে গেী আলিনী দধি বিকে যাহা । দীন ভাঙ্গি আঁ| মোর নিতেই পালাহা ॥ ছাড়িব দান রাধা দেহ অলিঙ্গন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ৷৷ ৪ ৷৷ নিপীয় কৃষ্ণবচনং রাধিকামতী সতী । বেপমানতকুন্তম্বী জগাদ জরতীমিদং ॥ ভাঠিআলীরাগঃ ॥ রূপকং ॥ আন ডাক দিৰ্তা বড়ায়ি নাপিতের পো । কানড়ী খোপা বড়ায়ি মুণ্ডায়ির্বে মো ॥ কানড়ি খোপা বড়ায়ি মোর দুঙ্গ তন । যা দেখির্তা কাহাঞি করন্তি যতন ॥ ১ ॥ কি কৈলি কি কৈলি বিধি নিরমির্জা নারী । আপণার মাসে হরিণী জগতের বৈরী ॥ ধ্রু ॥ আলকে তিলক বড়ায়ি কাজল নয়নে । এহ দেখি বেআকুল নান্দের নন্দনে ॥ আর না পিন্ধিবো বড়ায়ি সুরঙ্গ পাটোল । এহা দেখি মাগে কাহাঞি বিরহের কোল ॥ ২ ॥ মুছিত পেলাইবে বড়ায়ি সিশের সিন্দূর । বাহুর বলয় মো করিবে। শঙ্খচুর ॥ ছিণ্ডিত পেলাইবে বড়ায়ি সাতেসরী হার । যা দেখিত মাঙ্গে কাহাঞি নিবিড় শৃঙ্গার ॥ ৩ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।