এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্ৰীকৃষ্ণকীর্তন বার বরিষের আহ্মার দান । বান্ধিৰ্তা তোহ্মার লইবে পরাণ ॥ ৯ ॥ কাহাক দেখাহ এ কাঠ দাপে । বান্ধির্তে না পারে তোহ্মার বাপে ॥ ১০ ॥ সুন্দরি রাধা মোর বোল শুন । ছাড়িব দান দেহ আলিঙ্গন ॥ ১১ ॥ না জাণে কাহাঞি স্বরতি আশে । কেহ্নে করহ হেন অভিহাসেঞ্জ ॥ ১২ ॥ গোতাল জাতী আতি পণ্ডিত । পুরুষে অধিক তিরী আণ্ডিঅ ॥ ১৩ ৷৷ রাধাক রাখিল কাহাঞি । গাইল চণ্ডীদাস বাসলী আই ৷৷ ১৪ ৷৷ পাহাড়ীআরাগঃ ॥ ক্রীড়া ॥ বিচিত্র খোপার উপরে রাধা পুষ্প তোর শোভে মাথে । কল্পের কুণ্ডল রতনে উজল তোর মুখ নিশানাথে ॥ শিশের সিন্দুর স্বরেখ শোভে আর দশনের যুতী । বন্ধুলী জিণিত। তোহ্মার আধর গিএ শোভে গজমুতী ॥ ১ ॥ রাধে দাণের কর স্থসারে । পালাইলে দান এড়ান না জীএ পাইলে মূল আফরে ॥ ধ্রু ॥
- *পড়িহাসে” কাটিয়া “আভিহীসে* করা আছে ।