পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ শ্ৰীকৃষ্ণকীর্তন রামগিরীরাগঃ । রূপকং । সাসু নিষধিল মোরে বুলীল বহু দধি বিকে না জাইহ কালী । , উ বেলি না জাইহ মথুরার হাটে ল । ভাণ্ড ভাগিব তোর কাহ্নে । দধি খাইব তোর আনে । রাজভাগিনা বল করিব তোরে বাটে ॥ ১ মোরে তেজ বনমালী । সাস্থ কুরুবার ঘরে পাড়িব গালী ॥ ধ্রু ॥ মোএ আইহন বীরের গোআলী । আtল বল না কর বনমালী । g ংসে সুধি পাইলে হইবে তোহ্মে আপোষে । মোএ কান্দিৰ্তা সাস্থ জাণায়িবে। তোর কাহাঞি নাম পেলাইবো । পাছে বুলিবে আবালী রাধার দোষে ॥ ২ ॥ কাল হাণ্ডির ভাত না খাওঁ । কাল মেঘের ছায়া নাহি জাও । কালিনী রাতি মে। প্রদীপ জালিঅঁ পোহীও । কাল গাইর ক্ষীর নাহি খাওঁ । কাল কাজল নয়নে না লওঁ । কাল কাহাঞি তোক বড় ভরাও ॥ ৩ ॥