পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখণ্ড S SD আঠ চারি বরিষের বালা । তোর মাথে শোভে ঘোড়া চুলা । এহ বুী তেজহ কাহাঞি আহ্মার পাশে । তেজ মিছা মহাদীনে । ঘর যাহা নিজ মানে । বাসলী বন্দির্জা গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ রামগিরীরাগঃ ৷ রূপকং ॥ কাল আখরে তীন ভুবন বিচার । কাল মেঘের জলে জীএ সংসার ॥ কাল গাইর ক্ষীর লাগে বড় কাজে । কাল রতনে হার শোভে দেবরাজে ॥ ১ ॥ আকারণে আল রাধা নিন্দসি কৃষ্ণ কাল । সৰ্ব্বাঙ্গে স্থলদর নান্দো যশোদার বালা ॥ ধ্রু ॥ কাল চিকুর শোভে মাথার উপরে । কাল ভুরুহী শোভে বদন কমলে ॥ কাল ভ্রমরে কমল বন শোহে। কাল কাজনে নারী জগজন মোহে ॥ ২ ॥ কাল নাঞ্চন কোলে ধরে শশধরে । কাল অালক পাতী শোভএ কপোলে ॥ কাল উতপল নয়নে শোভসি গোতালী । কাল সুন্দর দেহেঁ শোভে বনমালী ॥ ৩ ॥ কাল মেঘের পাশে শোভে পুনমির চন্দ । এহ বুী না কর রাধা তো মন মন্দ ॥ কাল কাহ্নের এবে ধরহ বচন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥