পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখণ্ড বোলহু কাহাঞি এভো তেজু মোর আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ রাধীয়া বচনং শ্র ত্ব। জরতা। প্রতিপাদিতং । জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥ কোড়ীরাগঃ ॥ একতালী ॥ বেদ উদ্ধারিলো ক্রীড়া সাগর জলে নীলাএ আহ্মে মুরারী । দৈত্য দাণিলে। আস্থর সংহারিলে শঙ্খ চক্র গদা ধরী ॥ ১ ॥ নটক কাহাঞি কপট মতী কত না পাতসি মায়া । তোহ্মার পরাণে বেদ উদ্ধারিল সপত পাতাল গিআt ॥ ২ ॥ রাম রূপে রাবণ বধিলে। লঙ্ক কইলো ছারখার । লক্ষণ সহাএ সাধিলো মান সীতার কইলো উদ্ধার ॥ ৩ ॥ আকাশ প্রমান লঙ্কার গড় তোহ্মার পরাণে তথা জাই । গরু রাখোতাল গোঠে থাকহ মিছা বোলহ দুঈ ভাই ॥ ৪ ॥ আহ্মে যে কৃষ্ণ হরি বনমালী কৌতুর্কে রাখিলে গাই।