পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S e 8 শ্ৰীকৃষ্ণকীর্তন আহ্মাকে না কর কাহাঞি অধিক যতনে । কভো না শুণিব আহ্মে তোহ্মার বচনে ॥ ২ । তোলার বচন মোর না সাম্বীএ কানে । তভোহে! কাহাঞি কেহ্নে করহ যতনে ॥ এহ বুী নিবারির্জা পাপত মন । বাহুড়ী অাপণ ঘর করহ গমন ॥ ৩ ॥ কিসক করহ কাহ্ন হেন পরবন্ধ । তোর সমে আছে মোর নিয়ড় সম্বন্ধ ॥ এহ জtণী ছাড় কাহাঞি তাtহ্মার আশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ . দেশাগরাগঃ ৷ একতালী ॥ খোপাত উপর তোর বউল মাল দেখী । সিসের সিন্দূর তোর লক্ষ দান লেখী ॥ নাসা তিলফুল তোর জগজন মোহে । কাজলের রেখা তোর লক্ষ দান নহে ॥ ১ ॥ না জাহ না জাহ গেtআলী ওলাহ পসার । আহ্মে মাহাদানী তোর লইব বিচার ॥ ধ্রু । স্থত দধি দুধ ঘোল তোহ্মীর । ভাণ্ড মাথে ষোল পোণ দীন আহ্মার ॥ এবে স্বন্দরি রাধে করিবে কী । আর জাইতে না পাইবে গোআলার বী ॥ ২ ॥ কড়ী দিতে না পারিবি মোর মাহাদানে । এভো দেহ আল রাধা আলিঙ্গন দানে ॥ কিকে পরিহর রাধা শ্ৰীমধুসূদন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৩ ॥