এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
SS e শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন কথা ছিল আছিদর কাহ্নে । কেহে মোর রূপ বtখানে ॥ ধরি লর্তা জীএ কুঞ্চ তলে । আর স্বরতি চাহে বলে : ২ : বোলে ভোখে ভণ ত নাহি খt ও । আর শোষত পাণি নাহি পী ও । বিরহে পোড়েক সব গাএ । কাহ নিলজ মামাক রতি চাহে ৷ ৩ ৷৷ ঘৃত দুধে সাজিলে। পসার । মোএ বিকে জাইতে না পাইলো মথুরা ॥ এবে মোরে রে বোল উপদেশে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ রাধায় বচনং শ্রী ত্বা জর ত্যা প্রতিপাদিতং । জগাদ চতুরঃ কৃষ্ণঃ সচষ্ণো রণধিকামিদং ॥ রামগিরীরাগঃ ৷ রূপকং ॥ বাসিত ফুলে রাধা বান্ধসি কেশ । আহ্মাত না পাত রাধা নাগরী বেশ । ভাণ্ড ভাগির্তা তোর খাইবো দহী । পড়িঘাউ আসি তোর তাtষ্ট হন কহাঁ ॥ ১ ॥ মোরে দাণ দিওঁ। যtহ হুন্দরি রাধা । নহে রূপ যৌবন ধুইঙ্গা যাহা বান্ধ ॥ ধ্রু ॥ লঙ্কার রাবণ বীর করিলে চুর । হেলে দলিবে তোর রাজা কংসাস্থর ॥