পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ শ্ৰীকৃষ্ণকীর্তন বাহুর বলয়া লএ কাঢ়ী । কানের হিরাধর কঢ়া ॥ কাঞ্চল টানএ মোর গাএ । কেহো এর্থ নাহিক সহাএ ॥ ৩ ॥ শুন তোহ্মে আহ্মার বচনে । জাণ গিতা গোতাল আইহনে ॥ না দিবো কাহাঞি"রে আশে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ রাধtয়া বচনং শত্ৰা জ রত্যা প্রতিপাদিতং । জগাদ চত্বরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥ কোডারাগঃ ॥ রূপকং ॥ লগনী ॥ নিতি নিতি যাসি রাধা মথুরা নগরে । তোর মাহাদন মে। সাধে সকলে ॥ ১ । কে তোরে দিল দান কথা তোর ঘরে । সরুপে কাহাঞি মোকে কহত উত্তরে ৷ ২ ৷৷ থার্কে মো গোকুলে নান্দো যশোদার ঘরে । মাহাদান সাধো মোএ তোহ্মার আস্তরে ॥ ৩ । রাজা কংসাস্বরে মোএ করিবেী গোহারী । তোহ্মার জীবন তবে নাহিক মুরারী ॥ ৪ ॥ তোর কংস রাজা মোএ মরিবো পরাণে । যমুনার তীরে সাধিবে মহোদণে ॥ ৫ ॥ ভাগিনা হইত। কৈলা পাপত মতী । আজি হৈবে তোহ্মার পাঁচ সঙ্গতী ॥ ৬ ॥