পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন গুণী আগু পাছ আপণ মনে । অনুমতি দেহ মোর গমনে ॥ আহ্মার দানের তো এড় আশে । বসিলা বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ ধাতুষীরাগঃ ॥ একতালী । তোহ্মার যৌবনে রাধা মোর গেল মনে । অনেক চিন্তিত লৈলে এহা পথে দানে ॥ বোল চালে হাট জাঁইর্তে চাহসি সুন্দরী । এতেকে বুঝিএ তোহ্মার বড় আছিদরী ॥ ১ ॥ কিকে বোলসি রাধা মোর মিছা দানে । আহ্মে বাটে মাহাদানী সব লোর্কে জগণে ॥ ধ্রু । না জানসি রাধা তো অস্বিন্ধীর মরম । গোকুল রাখিল আহ্মে বুঝির্জা ধরম ॥ এবে মো তোহ্মাক লাগী ভৈলো মাহাদানী । সরূপে জীণহ আহ্মে দেব চক্রপাণী ॥ ২ ॥ পুরুষ বধের যদি ভয় তোর মনে । তবে জীউ রাখ মোর একই চুম্বনে ॥ এহাত হুন্দরি রাধা না কর তো আন । তোহ্মীর করিব আক্ষে উচিত সমান ॥ ৩ ॥ আহ্মার মজিল মন তোহ্মার যৌবনে । আহোনিশি বেআকুল ভৈলো তে কারণে ॥ বিবুধি তেজিআঁ৷ দেহ নিধুবনে আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥