পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] ধরিয়া ফেলিলেন এবং তাঙ্গাকে ও চণ্ডীদামের সহিত প্রবর্ত হইতে অনুজ্ঞা করিলেন। যথা,— পুন আর বার আসি তরতের বাশুলী জগতম ভ1। গুরিয়া রাৰ্মিণী কহিছেন বাণী শুনই আমার কথ। । যাহা কহি বাণী শুনহ রামণ। এ কথা ভুবন-প্লার । পরকীয় রতি করহ অরিত সেই সে ভজন-সার ॥ চণ্ডীদাস নামে আছে একজন ত{হারে আরোপ কর । অবশু করিলে নিত্যধামে যাবে o আ:মার বচন ধর ॥ ১৩৭৩ শকের পুথিতে না কি রামণীর পিতা-মাতার নাম, তাহাদের পুৰ্ব্বনিবাসের বিবরণ ইত্যাদি পাওয়া গিয়াছিল । রাজক-কুমারীর বয়স্ট পৰ্য্যস্ত ছিল । একটি পদে বামুণীর এইরূপ পরিচয় আছে – শালতোড়া গ্ৰiম অতি পীঠ-স্থান নিত্যের আলয় যথা । ডাকিনী বাশুলী নিত্য সহচরী বসতি করয়ে তথা ॥ চণ্ডীদাস কহে সে এক বাশুলী প্রেম প্রচারের গুরু । তাহারি চাপড়ে নিদ ভাঙ্গিল পিরীত হইল সুরু ॥—পদসমুদ্র । ডাকিনী অর্থে সিদ্ধ। ইনি রক্ত-মাংসে গঠিত৷ মানবী ; কোন উপদেবতা অথবা নান্ন প্লের অধিষ্ঠাত্রী প্রস্তরময়ী বামুণীও নহেন।