পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২e শ্ৰীকৃষ্ণকীর্তন কাহাঞি বড় দুরুবার স্থন বড়ায়ি ল তোহ্মে কর প্রতিকণর ॥ ধ্রু ॥ কাহাঞির হাথে পড়ী স্থন বড়ায়ি ল মোএ হারাইলে বুধী । উদ্ধার পাইএ যেন স্থন বড়ায়ি ল তোহ্মে চিন্ত সেহী বুধী ॥ ২ ॥ না জtণাইহ কাহ্নাঞি কে স্থন বড়ায়ি ল তবে নহে মোর ডর । স্বণিলে সে আস পাইব স্থন বড়ায়ি ল কাহ্ন বড় আছিদর ॥ ৩ ॥ যুগতী করিউ এবে স্থন বড়ায়ি ল তোর মোর এক মনে । গাইল বড়, চণ্ডীদাস স্থন বড়ায়ি ল বাসলী গণে ॥ ৪ ॥ পাহাড়ীতারাগঃ ॥ একতালী ॥ লগনী ॥ না জাইব আল রাধা মথুরা নগর । বাটে কুরুবার কাহ্নাঞি নান্দের স্বন্দর ॥ ১ ॥ নিছন লইঙ্গা কাহাঞি থাকু এক বাটে । আন পথে যাইব বিকে মথুরার হাটে ॥ ২ ॥ যে বাটে যাইবি হাট দধি ঘৃত লর্তা । সবই কাহাঞি তোর খাইব তথা গির্ত ॥ ৩ ॥ সেহো পথে যবে কাহাঞি করে মোরে বল । তোর মোর মেলিঅঁা করিব তার ফল ॥ ৪ ॥ দধি দুধ খাইবেক ভাগিবেক ভাণ্ড । হৃদের কাঞ্চলী তোর করিবে খণ্ড খণ্ড ॥ ৫ ॥