পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখণ্ড > ミ、> কাহাঞি দেখির্তা বড়ায়ি তোকে লাগে ডর । মাগু কিলে মারে। আজি যবে করে বল ॥ ৬ ॥ এর্থাসি সুন্দরি রাধা কর কাঠ দীপ । তর্থী গেলে হইবি যেহ বাদি আর সাপ ॥ ৭ ॥ তোহ্মার বচনে বড়ায়ি মোতে ভৈল ভএ । কি বুধি করিব এবে বোলহ উপাএ ॥ ৮ ॥ দারুণ কাহাঞি দুরিত তার মন । চল রাধা পথ এড়ি যাইউ বনে বন ॥ ৯ ॥ বনে যাইতে বড়ায়ি কাহাঞি যবে পাএ । তবে না করিব বড়ায়ি কমণ উপাএ ॥ ১০ ॥ দারুণ কাহাঞি যবে লাগ পাএ বনে । আপণেহি তবে রাধা দিবো মাহাদগণে ॥ ১১ ॥ নটক কাহাঞি যবে নাহি লএ দাণে । তবে কি করিব বড়ায়ি চিন্তহ আপণে ॥ ১২ ॥ যে বুধি এড়ায়ি এ রাধা সে বুধি করিব । ঘরে গেলে ভাল মন্দ কিছু না কহিব ॥ ১৩ ॥ যতনে চিন্তহ বড়ায়ি কিছু পরকার । যেমর্তে আহ্মার হএ এবার উদ্ধার ॥ ১৪ ॥ বিণি রতি পাইলে কাহাঞি না এড়িব তোরে । গাইল বড়, চণ্ডীদাস বাসলী বরে ॥ ১৫ ॥ রামগিরীরাগঃ ॥ আঠতালা ॥ নাহি পুরে কাহাঞির প্রথম যৌবন । তবে কেহ্নে রতি প্রতি এত বড় মন ॥ এড়ায়িবারে কৈল বড়ায়ি এত পরকার । এখোই না ধরে কাহাঞি উমত আকার ॥ ১ ॥ ve