পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*> २ २. শ্ৰীকৃষ্ণকীর্তন আহ্মা সমে স্বরতি কাহ্নের না জুআ এ । মাণিকে হিরাক বিন্ধে কেবা পাতিআী এ ॥ ধ্রু ॥ তাহার হোতিত নহে আহ্মার মরণ । হেন কাজ করির্তে তাহার কেহে মন ॥ এখো না বুঝিএ বড়ায়ি কাহ্নের চার্যত । যত কথা কহে কাহাঞি সব বিপরীত ॥ ২ ॥ পরাক না পুছে কাহাঞি না বুঝে আপণে । - তাহাক উপায় নাহি এ তীন ভুবনে ॥ সব লোক বোলে তারে কাহ্ন শিশুমতী । এখো জন নাহি জগণে তার কাজ মতী ॥ ৩ ॥ হেন পড়িহাসে কাহাঞি তোহ্মার কি মনে । মোর প্রতিযোগ হএ নান্দের নন্দনে ॥ মাকড়ের যোগ্য কভো নহে গজমুতী । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গর্তী ॥ ৪ ॥ রাধিকাবাচমfচমা জরত্যা প্রতিপাদিতং । জগাদ চত্বরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥ দেশবরাড়ীরাগঃ ॥ একতালী ॥ অবুধ গোআলি না বুঝ মতিমোহে । বিরহে বেআকুল কাহাঞি বেড়াএ বিছোহে ॥ তোহ্মাত লাগিতা কাকুতি করে কাহ্ন । তোহ্মার অন্তরে পথে সাধো মাহাদান ॥ ১ ॥ তোহ্মার আনুমতীএ মাণিকে হিরা বিন্ধে । বিরহে বিকল কাহাঞি কাপড় না পিন্ধে ॥ ধ্রু