পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখণ্ড うミS) তোহ্মাক চিন্তির্তা কাহাঞি ভাত-নাহি খাএ। চারি পহর রীতি নিদ্রাহো না জীএ ॥ আইস বোলে গোআলিনী স্থণ মোর বোল । জিআআ কাহাঞি রাধা দিওঁ চুম কোল ॥ ২ ॥ কল্পের কুণ্ডল তোর মাণিক উজলে । সিসের সিন্দূর ভুজ বলএ উজলে ॥ সফল করহ দেহা দেহ আনুমতী । কর্থী না দেখিলী রাধা নারী হ এ সতী ॥ ৩ ॥ কাহাঞির নেহী রাধা বড় পুনে পাইএ । মইলে মুকুতি কিবা স্বরপুর জাইএ ॥ এবোহো সুন্দরি রাধা পুর মোর আশ । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ কৃষ্ণস্ত বচনং শ্রীত্ব রাধিক ধিমতী সতী । বেপমানতন্তস্তম্বী জগাদ জরতীমিদং ।

  • পাহাড়ী আরাগঃ ॥ ক্রীড়া ॥

তোহ্মে যবে বোল বড়ায়ি হেন সতন্তরে । আহ্মার নিস্তার তবে নাহিক ভূতরে ॥ সুণিলে আইহন মোরে করিব আপোষ । তোহ্মে এক ভিতে হৈবে আহ্মা লর্তা দোষ ॥ এবেসি জাণিলে। তোর ভাল নহে মনে । যবে কাঢ়ায়িলি বাট ছসহ আরণে ॥ ধ্রু ॥ তোহ্মে বড়ায়ি বোলে চালে হর্তা যাবি পার অক্ষেত করিব তথা কোণ পরকার ॥