পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনখও w ১২৫ এবে দেখ মোর মুখ তুলী ছুয়ি আখী । এহা ঘোর বনে রাধা কেহো নাহি সাখী ॥ তোহ্মার আহ্মার রাধা প্রথম যৌবন । স্বরত সংভোগে করী সফল জীবন ॥ ৩ ॥ দূর করে তোর হার ঘন পীন তনে । আআর সন্দেশ লও বাহুর কঙ্কনে ॥ এবে রস মনে রাধা কর পরিহাস । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ ভাঠিআলীরাগঃ ॥ রূপকং ॥ দণ্ডকঃ ॥ হীর মোর ছিণ্ডি নিলে বাহের কঙ্কন । না জাণে কাহাঞি তোর কত ধীরে ধন ॥ ১ ॥ মো কেহ্নে জাণিবে এর্থ হৈবে একসরী। এড় কাহাঞি যাইবো ঘর মথুরা নগরী ॥ ২ ॥ ঘৃত দধি লর্ত যাহ মথুরার হাট । বিণি স্বরতিএ তেজি নাহি দিবো বাট ॥ ৩ ॥ মোর ভাগে দৈবে কৈল তোহ্মা একসরী। এবে কাহাঞি কে তোষ ভয় পরিহরী ॥ ৪ ॥ সামী মোর দুরুবার সাস্থড়ী সশুর। এড় কাহাঞি যাইব দূর আস্ত জাএ সূর ॥ ৫ ॥ না কর বিলম্ব রাধা পরিহর ভয় । দেহ আলিঙ্গন রাধা থাকু পরিচয় ॥ ৬ ॥ রাজা খরতর পাটে আতি দুরুবার । তাক মোর বড় ভয় এড় একবার ॥ ৭ ॥ আহ্মাতে ভজিলে তোর কাখে নাহি ডর। ত্ৰিভুবন নাথ আহ্মে দেব গদাধর ॥ ৮ ॥