পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনথও >ミ* বসন্তরাগঃ ॥ একতালী ॥ দাতা বলি ছলিঅঁ মো নিলে। পাতালে । করে গিরি ধরির্তা মে রাখিলে গোকুলে ৷ বেদ উদ্ধারির্তে কৈলো মীন অবতার । পাতাল গির্তা তার করিলে উদ্ধার ॥ ১ ॥ যৌবন গরবে রাধা না চিহ্নসি মোরে । শ্রীধর রূপে হরির্তা নির্বে তোরে ॥ ধ্রু ॥ তনুত বরাহ রূপে থাকি বন ভাগে । মেদনী ধরিল আহ্মে দশনের আগে ॥ শ্রীরাম রূপে আহ্মে বধিল রাবণ । আহ্মার আগত বীর নাহি কোণ জন ॥ ২ ॥ দূত পাঠায়িত আহ্মে নিবত গোকুলে । বাটত যাইতে মো করিবো অলঞ্চালে ৷ তোর রাজ কংসের মো করিবেী নিপাত । কেহ্নে রাধা মনত গুণসি পাচ সাত ॥ ৩ ॥ অস্থর কুল দলন হরি মোর নাম । এবে তৈার তরে কৈল অবতার কাহ্ন ॥ রস মনে তোষ রাধা নান্দের নন্দন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ গুজ্জরীরাগঃ ॥ রূপকং ॥ স্বরত সংভোগে তোর না পুরিবে আহা । আপণার মনত আপণে গুণি চাহা ॥ অরতা বাধিত হর্তা পাপ করিবে । জরমক তরে কুলে কলঙ্ক খুইবে ॥ ১ ॥