পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० ] চণ্ডীদাস অবস্তিপুরে পাঠাভ্যাস করিতেছেন, এমন সময়ে এক রসের নাগরী আসিয়া দেখা দিল। সে দৃষ্টিমাত্রে পঢ়,এগটিকে সুতীক্ষ মদন-বাণ হানিল। বড়ুয়ার পে চঞ্চল হইয়া উঠিলেন, ধৈর্য হারাইলেন। বালিকার ‘মদনমোহন-লীলা দেখিয় তিনি আজ আত্মবিস্তৃত, দেশকাল ভুলিলেন। শিক্ষণদীক্ষা অকিঞ্চিৎকর বোধ হইল। আত্ম-সম্বরণের চেষ্ট৷ ংিপৃরত ফল প্রসব করিল, দেহ-সম্বন্ধ ঘটিল। - বসিঞ্চা অবস্তিপুরে পঢ়ুঞা পঢ়ন পড়ে। হেন কালে এক রসের নায়ুরি দরশন দিল মোরে ॥ সে যে চাহিল আমার পানে তায় হানিল মদন-বাণে । সেই হৈতে মন করে উচাটন ধৈর্য না মানে প্রাণে ॥ সে যে রসের পুতলী বাল। তার মদন-মোহন লীলা । চেতন সহিতে চড়ি মনোরথে করএ বিবিধ খেলা ॥ পাপভয় করি মনে তারে ছাড়িতে চাহি যে মনে । বাঢ়িল মদন করিল রমণ যাপল রমণী সনে ॥ অবস্তিপুর প্রাচীন নামূরেরই কোন পল্লী হুইবে । এখানে একটা কথা উঠিবে, তবে কি ‘রজকিণী রূপ কিশোরী স্বরূপ কামগন্ধ নাহি তায়’, ‘রজকিণী প্রেম নিকযিত হেম’, ‘তুমি রজকিণী আমার রমণী তুমি হও মাতৃ পিতৃ ইত্যাদি বাক্য একান্ত নিরর্থক, সব ভূয়া ? চণ্ডীদাসের প্রশ্নের উত্তরে বিস্কাপতি সে আশঙ্কার নিরাস করিয়াছেন। ইহার মধ্যে রামণী নারের গ্রাম্যদেবতা বামুণীর দেআসিনীং নিযুক্ত झ्हेदा । यर्थी, ২• পশ্চিম-রাঢ়ে বহুল প্রচলিত দেঅাসি শব্দের অর্থ দেব-সেবক বা উপাসক স্ত্রীলিঙ্গে BBBBS BBB BBB BB DDB BBBB BBB BBBBBB BBBBB (গোবিন্দচন্দ্র গীত, পৃ: ১৩) : শ্ৰীযুক্ত যোগেশ বাবু স” দেৱবাসিনী হইতে দেয়াসিনী'র