পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ురీశ শ্ৰীকৃষ্ণকীর্তন কোড়ারাগঃ ॥ ক্রীড়া ॥ এ তোর আড় নয়নে আল পাঞ্জর বেধিল ঘুনে পাঞ্জর বেধির্জ বুকত লাগিল ঘুনে । এবে দেহ চুম্বদানে আর দেহ মধুপানে আলিঙ্গন দিঅ বারেক তোষহ মনে ॥ ১ ॥ সুন সুবদনী রাধা নাএ । যুবক কাহ্নের বারেক রাখহ পরাণে ॥ ধ্রু ॥ দেখির্তা তোক রুপসী গোর শরীর মৃগী সম দুয়ি আখী । মহীমণ্ডলে উজলী মেঘে যেহ বিজুলী বদন সংপুন চান্দ সম তোর দেখী ॥ ২ ॥ কনক কুস্ত আকারে দুঈ তোর পয়োভারে তাহাত উপর গজ মুকুতার হারে । যেহ্ন শোভ করে সুমেরু গঙ্গার ধারে তাক দেখি মোর পাতা আগু নাহি সরে ॥ ৩ ॥ দেহার দেব মোহত কলায়িলে আসিতী, সুন্দরি নাগরী রাধা তোহ্মাক দেখির্তা । উত্তর দেহ হাসির্তী গাইল বড়, চণ্ডীদাস বাসলী শিরে বন্দিতা ॥ ৪ ॥ মালবরাগঃ ॥ রূপকং ॥ যর্বে জাও আল কাহাঞি মথুরার হাটে । আহ্মাক নেহালী তোহ্মে যাহা বাটে বাটে ॥ তবেঁসি জাণিল আহ্মে দৈবের ঘটন। আগা না ছাড়িব কভো নন্দের নন্দন ॥ ১ ॥