পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○8 শ্ৰীকৃষ্ণকীর্তন চুম্বিল কপোলগণ তাধর নয়নে । বদনে বদনে জুড়ি কৈল মধুপানে ॥ মতি ভোলে রাধিকার দশন রসনে । বিসরী রাধার বোল চাপিল দশনে ॥ ২ ॥ নিতম্ব পরসি জঘনত দিল হাথ । আতি উতরল মতী ভৈল জগন্নাথ ॥ চিরকাল ছিল যত মনোরথ বন্ধে । সকল সফল কৈল রতী অনুবন্ধে ॥ ৩ ॥ মন তোষ ভৈল কাহাঞি ছাড়ে ঘন শাসে। কাঢ়ী লৈল আভরন পুন রত আশে ॥ রতা আবশেষ ভৈল রাধার তরাসে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥ রামগিরীরাগঃ ৷ রূপকং ॥ প্রথমে কাঢ়িত লৈল সাতেসর হার । কানের কুণ্ডল নিল মুকুট মাথার ॥ আআর কাঢ়িত নিল গুণিতা গলার। আলপ বএসে কৈল বড়য়ি থাখার ॥ ১ ॥ সব আভরণ ( মোর ) কাঢ়ি নিলে বলে । বুধি বোল এর্বে ঘর জায়িব কোণ ছলে ॥ ধ্রু ॥ হাথের বলয় নিলে আআর বাহুঠী । কনক কঙ্কন নিলে আআর আঙ্গুঠী ॥ কনক কিঙ্কিনী নিলে পাএর নুপুর। বচন সরস তোহ্মে হৃদয় নিঠর ॥ ২ ॥ শিরীষ কুসুম সম আহ্মে কোঅল। বড় দুখ পাইল আগে কাঢ়িতে পাসলী ॥