নৌকাখণ্ড S83) এর্বে রাজা যমুনাত পতিআছে নাএ। তাত পার হর্তা লোক সুখে হাট জাএ ॥ ৫ ॥ ও কুলত গেলে যদি নাগ পাএ কাহ্নে। তবে তার হাথে এড়ায়িব কেনমনে ॥ ৬ ॥ ও কুলে কর্ভে রাধা না দেখিল কাহ্নে। তথ। তার আধিকার নাহি মাহাদানে ॥ ৭ ॥ হাট জায়ির্তে নিষধিল সাস্থড়ী আইহনে । তার আনুমতী বিণি জাইল কেনমনে ॥ ৮ ॥ ভাল বুইলে রাধা লাগিল মোর মনে । আইস জাই তোর সামী সামুড়ীর থানে ॥ ৯ ॥ তবে তার থান গিতা বুইল সত্বরে। কি কারণে দধি দুধ নঠ কর ঘরে ॥১০ ॥ হেনক কুমতীএ হয়ির্বে ভিখারী। বুঝি রাধিক পাঠাহ মখুর নগরী ॥ ১১ ৷ হেন মর্তে নানা পরকার করির্তা । বুঢ়ি দিল রাধিকারে আনুমতী লঙ্গ ॥ ১২ ৷ আনুমতী লর্তা রাধা চলিল হরিষে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ১৩ ॥ গুজ্জরীরাগঃ ॥ লঘুশেখরঃ ॥ সোনার চুপড়ী রাধা রুপার ঘড়ী । নেতের আঞ্চল তাত দিওঁ| ওহাড়ী ॥ মুন্ধি কেতকী সম সজাইঙ্গ। দহী । আনাইতঁা যানাইল সব গোঅলিনী সহী ॥ ১ ॥ চলিলী গোআলার ঝী দধি বিকে জাএ। সর্বাঙ্গে সুন্দরি রাধা কে না বাহুড়াএ ॥ ধ্রু ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।