পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 88 শ্ৰীকৃষ্ণকীর্তন শেষ পহর রাতী কুয়িলী কাঢ়ে রাএ । তভোহো চিআইতে আজী না নাগিল গাএ ॥ দধি বিকে জ। আজি মথুরার রাজ । তবে স্থইহে কেহ্নে এতেক বেআজ ॥ ২ ॥ য়ত দধি দুধে সাজির্জ মিলচুক । সোবন বাহুঠা পত্নী রুপসী রাধিক। ॥ চলির্তে চঞ্চল বাজে পাএর নুপুর । দধি বিকে জাএ রাধা মথুরা পুর ॥ ৩ ॥ সাহুড়ী সামির থানে আনুমতী পার্তা । আতি উল্লসিত মতা সব সখি লর্তা ॥ যুগতি করিত। তবে করিল গমন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ রামগিরীরাগঃ ৷ রূপকং ॥ আগু জাএ বড়ায়ি হাথত করা লড়ী । পাছে গোআলিনী নৈল দধির চুপড়া ॥ ধিরে ধিরে যা এ বড়ায়ি যমুনীর ঘাটে । যাত কাহ্ন মাহাদানী তেজিউর্মা সে বাটে ॥ ১ সব গোতালিনী ষাএ বড়ায়ির সঙ্গে । লাস হাস পরিহাস করি নানা রঙ্গে ॥ ধ্রু ॥ ষোল শত গোপীজন করি কোলাহল । জায়ির্তে হরষিত মণে গায়ির্তে মঙ্গল ॥ বড়ায়ির মুখ চাহি সব সখি গোআলিনী । মথুর লড়িলী বড়ায়ি হতা আগুআনী ॥ ২ ॥ কথো খনে গির্ত যমুনার ঘাট পাইল । সঙ্গেই যমুনা ঘাটে পসার নাম্বায়িল ॥