পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাখণ্ড Yod. সহ্মাঞি যুগতি করি পুছিল বড়ায়ি । পার কর মথুরাক ঘাটোআল কহী ॥ ৩ ॥ বুলির্তে লাগিলী বড়ায়ি শুন ল নাতিন । হোর আছে ঘাটোঅtল লতা নাঅ খানী ॥ ডাক দেহ চন্দ্রাবলী চিত্তের হরিষে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ পাহাড়ীতারাগঃ ॥ ক্রীড়া ॥ দধির চুপড়ী যমুনার তীরে পুয়িজ । ডাক পাড়ে গোআলিনী চারি পাস চাহিত ॥ বিহাণ আইলাহো এথা বেলা আপার । কত খনে যাইব আহ্মে মথুরার পার ॥ ১ ॥ ঘাটের ঘাটিআল কহি গেল সে । দধির চুপড়ী মোর পার করি দে ॥ ধ্রু ॥ নএর অস্তিরে গেলী চন্দ্রাবলী রাহী । তার পাছে আর যত গোআলিনী সহ ॥ কথে দূর গির্ত দেখিএ একখানী নাএ। সত্বর হয়িতা রাহী তার পাস যাএ ॥ ২ ॥ তার থান গিন্স বোলে রাধ। গোআলিনী । কেহ্ন মনে পার হয়িব ছোট নাআ খান ॥ এর্কে এর্কে পার হআ যাইব মধুরা। সহ্মাই চঢ়িলে নাঅ ন সহিব ভরা ॥৩ ॥ শুন ঘাটিআল নাঅ চাপায়িত্ম ঘাটে । সহ্মা পার কর যাইউ মথুরার হাটে । রাধার বচন শুণী ঘাটিআল হাসে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ 3