>8。 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন পাহাড়ী আরাগঃ ॥ প্রকান্নক লগনী ॥ লঘুশেখরঃ ॥ বোলেন্ত কাহাঞি নাঅ কুলত চাপাঙ্গ । আইস সব গোআলিনী নাএ চড়সিতঁ ॥ ১ ॥ যমুনা দেখির্জা মনে ডরায়িলী রাহী । বুইল পার কর আগু মোর সব সহঁী ॥ ২ ॥ পাঞ্চ গুটী পাট নাঅ গঢ়ন আহ্মার । একে এর্কে সব সখি করি তোর পার ॥ ৩ ॥ দধি দুধ লঙ্গ যাব মথুরা নগর । সাবধানে সব সখি বীট কর পীর ॥৪ ॥ রাধার বচনে কাহাঞি হরমিত মনে । বাট পার করায়িল সল সখিগণে ॥ ৫ ॥ সঙ্গে বড়ায়ি করী বোলে গোআলিনী । বাট পার কর বড়ায়ি খর বড় পাণী ॥ ৬ ॥ তীন ভরা না সহে নাখানী আহ্মার । কেনমনে বড়ায়ি লর্তা রাধা হৈবে পীর ॥ ৭ ॥ এ বচন শুণী রাধা মন কৈল সার । বুইল ঘাটিআল আগু বড়ায়ি কর পার। ৮ ॥ নাঅত চড়িল যবে একলী বড়ায়ি । মনের উল্লাসে পার করিল কাহাঞি ॥ ৯ ॥ পাছে পার হয়ির্তে রাধিকার বড় ডর। গাইল বড়, চণ্ডীদাস বাসলী বর ॥ ১০ ॥ যমুনানীরপুরস্ত তরে ভর নিরীক্ষণাৎ । রাধে পুরুদরব্যগ্র ভব মা কুরু মে বচঃ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।