পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8te শ্ৰীকৃষ্ণকীর্তন আবথা করিল মোর যে জগন্নাথে । পুনরপি পড়িলাহেঁ। তাহার হাথে ॥ এহা পথে আসি মোএ হারায়িলো বুধী। আনাখী গোআলা মোক রক্ষা করু বিধা ৷ ২ ৷ পুরুব জরমে কৈল করমের ফলে । জরম লভিল আগে গোআলার কুলে ৷ ভেঁসি দধি বিকে জায়ির্তে মথুরার হাটে । দুরুজন কাহাঞি স্থন এবে পাড়ে বাটে ॥ ৩ ॥ কর যোড়ী বোলো এবে শুন দামোদর । জাইবো বড়ায়ির সঙ্গে ঝাট পার কর ॥ এড়ি যাএ মোকে কাহাঞি সব সখিজন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ বেলাবলীরাগঃ ॥ লঘুশেখরঃ ॥ পাঞ্চ পাটে নাখানী আহ্মার । আপণেই ধরিলে কাঢ়ার ॥ ভরা দিতা দধির পসার । যাইতে যাহ যমুনার পার ॥ ১ ॥ হের সুন বচন আহ্মার । বিণি কড়ীএ না করে মে পার ॥ ধ্রু ॥ তোর বোলে সব সখিজনে । পার কইলো হত সাবধানে ॥ যবে তোহ্মা করিবো মে। পার । বান্ধ দেহ সাতেসরী হার ॥ ২ ॥ দেখির্তা তোহ্মার মুখ চান্দে । যমুনাত পাতিলে মো ফান্ধে ॥