পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gt R শ্ৰীকৃষ্ণকীর্তন চিরকাল আছে। এর্থ তোর পতিআশে । বাসলী শিরে বনদী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ দেশাগরাগঃ ৷ রূপকং ॥ কি মোর ঝগড় পাত যমুনার ঘাটে । জাইবোঁ বাট মথুরার হাটে ॥ মতি খার্জ মোরে তোএ করসি ধামালী ( ? ) । বাপে মাএ দিবে। তোরে গালী ॥ ১ ॥ নিলজ কাহাঞি তোর বাপে নাহি লাজ । মাউলানীক বোলহ হেন কাজ ॥ ধ্রু ॥ গরু রাখি তোর কাহ্ন গেলির জরমে । র্তেসি তোর এ সব করমে ॥ এবে যমুনার ঘাটে ভৈলা মাহাদাণী । দীন ছলে বোল পাপ বাণী ॥ ২ ॥ সব সখিজন মোর করি তোহ্মে পারে । বলে ধরিবাক চাহ মোরে ॥ তিরী বধ দিবো মোএ তোহ্মাতে উপরে । ঝাপ দিওঁ যমুনার জলে ॥ ৩ ॥ পাপ তেজ কাহ্ন মোক কর পীর । এথ আছে সংহত আহ্মার ॥ আর না বুলিহ কাহাঞি হেন পরিহাসে । গাইল বড় চণ্ডীদাসে ॥ ৪ ॥ পাহাড়ীআরাগঃ ॥ চিত্রক লগনী ॥ একতালী ॥ মনত হরিষ কর ঈষত হাসির্তা । আপণ ইছfএ রাধা নাএ চড়সিতী ॥