পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাখণ্ড 2(t( তাত তিখ নখ রেখ চান্দের আকার । দেখির্তা সরস চিত্ত মজিল আহ্মার ॥ ১ ॥ দেখিঙ্গা রূপ যৌবন তোহ্মার । যমুনা জলে লৈল আধিকার ॥ ধ্রু ॥ ষোল শত গোপী মাঝে তোহ্মে আগুআন । ষোল শত কুতঘাটে মোর মাগদান। শুন সুন্দরি মোর বোল পরমান । হএ নহে তত্ব রাধা লোক মুখে জাণ ॥ ২ ॥ শুন ল স্থনদরি রাধা পাঞ্জীর বিচার । হের দধি ঘৃত দুধ ঘোলের পসার ॥ ভাণ্ড মাথে ষোল পন দান ত্যাহ্মার । বাহুর বলয় নিবে সাতেসরী হার ॥ ৩ ॥ নিজ হিত চন্দ্রাবলী মনে পরিভায় । তোর বস ভৈল ত্ৰিভুবনের রাত ॥ সুন্দর কাহ্নক রাধা দেহ আলিঙ্গন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥

  • রামগিরীরাগঃ । আটতলা ॥

বসসি তো আরে কাহ্ন সজন সমাজে । শুণির্জা কি বুলিৰ তোহ্মারে সব রাজে । পাপ পুণ্যের কাহ্ন করহ বিচার । কোমণ পুরাণে কাহাঞি আছে পর দীর ॥ ১ ॥ বুঝিল বুঝিল কাহাঞি চরিত তোহ্মার । নিৰ্ম্মল শরীরে কেহ্নে কর পর দীর ॥ ধ্রু ॥ ক্ষত্রিয় মারির্তা তোহ্মে নিক্ষত্রি কইলে । আপণার মুখে তোহ্মে আপণে কহিলে ॥