পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾Ꮏ~ শ্ৰীকৃষ্ণকীর্তন রামগিরীরাগঃ । আঠতাল ॥ নান্স খেআইলে রাধা ন পায়িলো কুল। যনাক মান রাধা ফুল সিন্দূর ॥ বাত কোঅরক মান সাতেসর হার । কাহাঞিকে মান রাধা সরস শুঙ্গার ॥ ১ ॥ পাপ পাটের লাহ মস্থায়িল বাএ । নিষধিৰ্তে আল রাধ চঢ়িলা নাএ ॥ ধ্রু ॥ তোর দৈব দোষে রাধা বহে হেন বাএ। একুল ওকুল দুঈহে। নাহি চলে নাএ ॥ নাঅ বাহির্তে মোএ হরিলে শকতা । নাঅত চঢ়িলা রাধা আপণ কুমতী ৷ ২ ৷ তোর রূপ যৌবনে মোহিত জগত নাথ । নীতা বাহির্তে নাহি চলে তুঙ্গ হাথ ॥ অবল হৈলে তোর সখি করি পারে । অধর আমিঠা দেহ বল হউ মোরে ॥ ৩ ॥ ভুজে ভিড়ি আলিঙ্গন দেহ একবার । চিত্তের হরিষে কাহাঞি করু তোরে পার ॥ বিমতী তেজিআঁ মোর ধরএ বচন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ । ভৈরবীরাগঃ ॥ একতালী ॥ মন গমনে চলে নাখানী তোহ্মীর । আপণে কাহাঞি তাত ভৈল কাণার ॥ নাঅত চঢ়িলে কাহ্ন ভোর সত্য বোলে। মাঝ যমুনাত তোহ্মে না করিহ বলে ॥ ১ ॥