পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাখণ্ড ১৬৩ তবে রাধিকাক কৈল যমুনীর পারে । গাইল বড়, চণ্ডীদাস বসিলা বরে ॥ ৪ ॥ অধুনা যমুনামধ্যে কৃষ্ণেন কত দূষণtং । বিলোক্য জরতী রাধমিদং বচনমাদধে ॥ রামগিরীরাগঃ ৷ রূপকং ॥ খদির কুসুম মাল আউলাইল চিকুরে । হৃদয়ের মাঝে তোর কেহে নাহি হারে ৷ ১ ৷ তোক দেখি নাতিন মে পাইলে উল্লালে । বড় ভাগে হৈল পার যমুনার জলে ॥ ধ্রু ॥ ভাগিল বলয় তোর মাঙ্গিক বসনে । হেন বুঝে জলে তোর বিগুতিল কাহ্নে ॥ ২ ॥ কুচে নখ রেখ তোর নিরস আধরে । সব বিপরিত দেপে দেহ ভরে ॥ ৩ ॥ সুরূপ বচন কহ অtহ্মার থানে । গাইল বড়, চণ্ডীদাস বাসলী -- - - ককৃগুশুম্ভরীরাগঃ ॥ রূপকং ॥ তোক ছাড়া লড়ায়ি কেমনে জায়িলে ঘর । হেন চিন্তি চঢ়িলো মো নাএর উপর ॥ কথো দূর খেআইলে নাতা চক্রপাণী । ঝাঝর নাঅ নৈল চারি পাসে পাণী ৷৷ ১ ৷৷ বড়ায়ি বড় ভয় পাইলো যমুনার জলে । পীর কৈল মোকে ভালে কাহাঞি গোতালে ॥ ধ্রু ॥