পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন রাধিকারে বুলিহ বিবিধ পরকার । সে যেহ তাগীক বহাএ দধি ভার ॥ ১০ ॥ ভাল বুইলে কাঙ্গাঞি চল তোগে ঝাটে । আগে রাধ লঙ্গ যাইউ মথুরার হাটে ॥ ১ ॥ এহি পরকারে তোর পুরিব আশে । বসিল শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ১২ ॥ জরতীলাচমাচমা মাধবোfবর্তিতত্বরঃ । ভারদগুর্দিসামগ্রীরচনায়োপচক্ৰমে । / কোড়ারাগঃ । ক্রীড়া প% মাঝ বৃন্দাবন গির্জা কাহাঞি গোআল। চামড় গাছের বাছি কাটিলেক ডাল ৷ দুষ্ট পাশে ছুঢ় করা মাঝে পুষ্ট করা। বাহুক সজা এ ভাল দেব মুরারী ॥ ১ ॥ রাধার কারণে কাহাঞি তাল বেধিল মদন । ভার সজ করিবারে করিলান্ত মন ॥ ধ্রু ॥ সুচাছে চাছিল ভার দুঙ্গ মুঠী । দুষ্ট পাশে নিরমিল শুশোভন গুঠী । ঝাওএ ঘসিত তাক করিল চিকণ । বাহুক সংপুঞ্জ হয়িল আতী শুশোভন ॥ ২ ॥ নালিচা কাটিঙ্গা কাহাঞি মাঝ জলে থুইল । বার পহর হয়িলে তাহাক তুলিল । মুখায়িতা বাছিতা পাট করিল মুসর। চারী গুণ দড়ী পাকাইল দামোদর ॥ ৩ ॥