१२ শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন দধি দুধ বিচি রাধা করিবেহেঁ কী । কাজ না বুঝ কেহ্নে গোআলার কী ৷ ২ ৷ সঙ্গে জাইতে রাধা না করিহ ডর। সোই মথুর পুরী আহ্মার ঘর। মথুরা পুরের মার্বে আহ্মা ভালে জাণী । ভোখে ভাত দিবে তোরে পিতাসত পাণী ॥ ৩ ॥ আঙ্গে সঙ্গে জাইতে রাধা না করিহ শঙ্কা। । জলধিত সেতু বান্ধি জিণিলে। মো লঙ্ক ॥ এবে তোর সঙ্গে জাইতে চাঙ্গে রতি আশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ মল্লাররাগঃ ॥ রূপকং ॥ کی پہرہ আউ থাকির্তে কাহাঞি মরণ ইছসি। সাপের মুখেতে কেহ্নে তাঙ্গুল দেসী ॥ চুন বিহনে যেহ তাম্বুল তিতা । আলপ বএসে তেহ্ন বিরহের চিন্ত ॥ ১ ॥ লাজ নাহি কাহাঞি বদনে তোহের । পাছে আসির্তে কেহে চাহসি মোর ॥ ধ্রু ॥ মজুরিআ হর্জা কেহে এত বড় রঙ্গ । অলপ হর্জা চাহ বড়ার সঙ্গ ॥ হার্থে হাথে চাহা কাহাঞি আকাশের চান্দ । ——করসি তোএ ছান্দ ॥ ২ ॥ উত্তম জাতী তোহ্মে নামেদর বালা । পুরুষ হর্তা তোহ্মে— | সকল লোকের মাঝে মা বাসসি লাজ । মা বহসি ভার বোলসি আম কাজ ॥ ৩ }
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।