পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ዓ © শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন সব সখি গেলে কাহাঞি হৈবে। একসরী । লোক দেখিলে তবে আহ্মে লাজে মরী ॥ তোহ্মার মুখত কাহাঞি কিছু নাহি লাজ । ফুরার্তা না দেহ তোহ্মে তেসি একো কাজ ॥ ৩ ॥ চীর বিচিব আহ্মে ধরিব অীন ভারী ! বসিঙ্গ থাক তোহ্মে সুন্দর মুরারী ॥ বাহুড়িঙ্গা চল কাহাঞি নন্দের নন্দন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ । রামগিরীরাগঃ ॥ প্রকী৪ ॥ লগনী ॥ দণ্ডকঃ ॥ একতালী ৷ বচনেক বোলে স্থন রাধা গেtঙ্গালী । দধি ভার লঙ্গ জীউ তোর বনমালী ॥ ১ ॥ দধি ভার লতা তোহ্মে শুন বনমালী । নষ্ট্ৰো তোর যোগ মোএ আবেলী গেtআলী ৷ ২ ৷ দধি ভার লইব আহ্মে এব। কোন কাজ । দেবের দেব হত। পাইব বড় লাজ ॥ ৩ ॥ লাজ কয়িলে কাহাঞি হারায়িলে কাজ । পাছে দোষ আহ্মারে না দিহ দেবরাজ ॥ ৪ ॥ ভাল বুইলে রাধা মোর চিত্তে পড়িহাসে। ভার বহেঁ স্বর্থে যবে দেহ রতি আশে ॥ ৫ ॥ বাট ভার লঙ্গ কাহাঞি দৃঢ় করা দড়ী । দধি নঠ হৈলে লৈবো তিন গুণ কেী উী ॥ ৬ ॥ আশেষ কপটে তোর পুরাল মতী । এহি পাপে হৈল তোর নপুংসক পতী ॥ ৭ ॥