পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ԳԵ শ্ৰীকৃষ্ণকীর্তন সে ভার দেব বনমালী বহে ল উলসিণী গোআলার বী ॥ ২ ॥ ভার লতা জায়ির্তে পসার টলিঙা গেল ছাড়ায়িল কিছু দুধ দহী । সোনার রূপীর ভাণ্ড তেরছ হৈল ল দেখি বুকে ঘাঅ দিল রাহী ॥ ৩ ॥ লাজ পাওঁ কাহাঞি ভার এড়ির্তা মিল দেখি সব সখিগণ হাসে । বাসলী চরণ শিরে বন্দিন্তী গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ বচসে ভরণা দ্ধে তৰায়ম্ভাবিকঃ কুতঃ। ইদানীং নাশি তন্তেন দধ্যাদি করবাম কিং ॥ রামগিরীরাগঃ ॥ আঠতালা ॥ ~ মো যবে জাণিবো কাহাঞি পেলাইব ভার। তবে কেহ্নে দিবে তীরে গরুআ পসার ॥ বহুমুল পসার অরিন্স ছারখার । পাঞ্চ সঙ্গতি গু কাহ্ন করিল আহ্মার ॥ ১ ॥ এহে কি লর্তা জাইবো হাট আগহে বড়ায়ি । অখণ্ড পসার নঠ করিল কাহাঞি ॥ ধ্রু ॥ বিথর করা সজাইলে ঘৃত ঘোল দহী । বাঁধ নাহি দিল কেহো গোআলিনী সহী ॥

  • ‘সঙ্গতি কাটিয়া "দুৰ্গতি করা আছে।