পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন যত নঠ কৈল মোর ঘৃত দধি ঘোল। তারে কেহে না বোলহ বোল ॥ ততের্কে স্থঝাল গেল মোর মাহাদাণে । সরূপে কহিলো তোর থানে ॥ ২ ॥ ভাল ভারী হাণিলেহেঁ সংসারে বাছিতা । হাথ দিতে লিহে কলিত ॥ কোহ্নে রাজে না দেখিল হেন দুঠ ভারী। যাক বোল দিবাক না পারী ॥ ৩ ॥ এবোহো আপণ চিহ্নি জাউ নিজ ঘর । হেন ভারী দেখি লাগে ডর ॥ বোল কাহাঞিরে তেজু মোর আশে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ নিশম্য রাধিকাবাক্যং বৃদ্ধয়া সমুদারিতং । সকৃষ্ণমবদং কৃষ্ণে রাধিকাং রসদাধিকাম্ ॥ রামগিরীরাগঃ ॥ লগনী ॥ দণ্ডকঃ ॥ একতালী ॥ উচিত লইবে তাত নাহি বাধা । ভারক কান্ধে কৈলো তোর রূপ দেখি রাধা ॥ ১ ॥ দীণ চাহ মোরে আর কহ পাপ কথা । হেন বুঝে তোহ্মার কটিলে লাগে মাথ ॥ ২ ॥ তোহ্মাক লাগির্ত যবে যাএ পরাণে । তভে। তোর সঙ্গ রাধা নাই ছাড়ে কাহ্নে ॥ ৩ ॥ মজুরিআ হত হেন না বোল কাহাঞি। হাৰ্থ বাঢ়ায়িলে কি চান্দের লগ পাই ॥ ৪ ॥