তাঁরখণ্ড >b・● কোণ কাজে লাগি আহ্মে সত্য করিব। ভার বহিলে তোর বচন ধরিব ৷ ২ ৷৷ মোর লোভ হয়িল তোর দেখি পয়োভার । সেসি কারণে আহ্মে বহিব তোর ভার ॥ ৩ ॥ লোভ হয়িলে কাহাঞি আরতী না করী । গোপত কাজত কাহাঞি ছয় আখি বারী ॥ ৪ ॥ পুনমীর চান্দ রাধা বদন তোহের । তাত মজি গেল মোর নয়ন চকোর ॥ ৫ ॥ তোহ্মার চরিত্র আহ্মে বুঝিতে না পারী। কথা না আছিলtহা হেন আছিদর ভারী ॥ ৬ ॥ আহ্মার চরিত্র তোহ্মে জগণহ সকল । এবে ঝাট কর রাধা যৌবন সফল ॥ ৭ ॥ ভার ( না ) বহিলে মে না মানে সুরতী । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গর্তী ॥ ৮ ॥ মল্লাররাগঃ ৷ রূপকং ॥ বিধাতাএ হেন মোর লিখিল কপালে । কলঙ্ক খুয়িল জাঅ চন্দ্র দিবাকরে । তোহ্মার কারণে রাধা কৈলে আবতার। স্বর্থে রাজ কংস আহ্মে বহা ভার ॥ ১ ॥ যুগে যুগে বড়ায়ি জীউ মাঝে জায় রাহী । পাছে ভার লর্তা জীউ সুন্দর কাহাঞি ॥ ধ্রু ॥ তোর বোলে ভার বহে রাধা বনমালী । অাজী লাজক দিতী তিনাঞ্চলী ॥ হেন কাম কৈল রাধা তোহ্মার কারণে । সুদৃঢ় থাকিএ এহোঁ তোহ্মার মণে ॥ ২ ॥ ३8
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।