পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছত্রেখণ্ড Yసి) ঐরাগঃ ॥ রূপকং ॥ দেবের দেবরাজ আহ্মে বনমালী । কত না ভাণ্ডসি মোরে তাবলী গোআলী ॥ ত্ৰিদশগণে রাধা মোকে ধরে মাথে । হেনয়ি দেবকে কেহে পেলাতাসি হাথে ॥ ১ ॥ স্বরতি মাণিত মোক বহায়িলে ভার। লোক মুখে বন্ড মোর করায়িলে গাখীর ॥ ধ্রু ॥ তীন ভুবনে রাধা তাহ্মে অধিকারী । নানা রূপ ধরা আহ্মে আস্থর সংহারী ॥ সে দেব হয়িষ্ঠা মোক বিবুধি লাগিল । তোহ্মার বচনে রাধা ভার বহিল ॥ ২ ॥ হলী বনমালী আহ্মে এ দুয়ি ভাই। দৈবকী উদরে আহ্মে লভিল ঠাই ॥ অবতার কৈল আহ্মে তোর রতি আশে । তোহ্মে কেহ্নে কর এবে তাহ্মাক নিরাসে ॥ ৩ ॥ এভো গোহালিনী ধর তাহ্মার বচনে । পাছে কৌল না পাইবে নান্দের নন্দনে ॥ না পরিহর মোরে দেহ আলিঙ্গন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ মল্লাররাগঃ ॥ রূপকং ॥ উচিত বচন শুন মুরারী। ভার বহিলে নেহ মজুরী ॥ আন কাম আহ্মে করির্তে নারী । এবার থাকহ মন নেবারী ॥ ১ ॥