পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е শ্ৰীকৃষ্ণকীর্তন এবে সত্বর গমন করি রাধা ল পুর কাহাঞির আশে । বসিলী চরণ শিরে বন্দির্তা ল গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৩ ॥ মালবরাগঃ ॥ রূপকং ॥ বিচিত্ৰ লগনী ॥ দণ্ডকঃ ॥ তোহ্মা না দেখির্তা রাধা বিকল কাহাঞি । এবে তাহ্মাক পাঠায়িল তোর ঠাই ॥ ১ ॥ তোহ্মাক বুয়িল কাহাঞি বিনয় বচনে। বৃন্দাবন আসি মোরে দেউ দরশনে ॥ ২ ॥ আহ্মার সাসুড়ী বড়ায়ি বড় খরতর। সব খন রাখে মোরে ঘরের ভিতর ॥ ৩ ॥ কেমনে জায়িবে বড়ায়ি তার বৃন্দাবনে । মনত গুণিতঁা বোল উপায় আপণে ॥ ৪ ॥ ব্রত ছল করি ফুল তুলিবাক তরে । বৃন্দাবন যাসি তোক কিছু নাহি ডরে ॥ ৫ ॥ সখি সব সঙ্গে করি চলিহলি রাধা । তবে আইছনের মাএ না করিব বাধা ॥ ৬ ॥ ব্ৰতের মরম আইহনের মাএ জাণে । প্ৰবোধির্তে নারিবে তাক এ সব বচনে ॥ ৭ ॥ আহ্মার হৃদয়ে বড়ায়ি আছে উপাএ। সেসি প্রকারে বৃন্দাবন গতি হএ ॥ ৮ ॥ রাধার বদন চুম্বী বুইল বড়ায়ি । আপণে উপায় তোহ্মে কহ মোর ঠায়ি ॥ ৯ ॥ তাহাক কৱিব আহ্মে বড়য়ি যতনে । স্বর্থে লর্তা যাইব তোক বৃন্দাবনে ॥ ১• ॥