পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇrnR '), " " . هي قة وذالا 4ة \్ము ১২০৩ 挑 ...یہ ح" Šigo?”. కాe बनख বাবুর নিতান্ত ইচ্ছ, আমি এই পুস্তকের একটা মুখবন্ধ লিথিয় দিই। তাহার অনুরোধ এড়াইতে পারিলাম না। কিছু লিখিতে হইল । s. আমি তখন সাহিত্য-পরিষদের সম্পাদক ছিলাম। একদিন বসন্ত বাবু অঙ্গকে সংবাদ দিলেন, তিনি চণ্ডীদাসের একখানি নূতন পুস্তক আবিষ্কার করিয়াছেন। এ পর্য্যন্ত কেহ উহার অস্তিত্ব জানিত না। শুনিয়া চমকিয়৷ উঠিলাম। পরে যখন পুথিখানি দেখিলাম, তখন দেখিলাম, একটা নুতন • জিনিষ বটে। . চণ্ডীদাসের নামে বাঙ্গালী চিরকাল মুগ্ধ ;–চণ্ডীদাসের নূতন গ্রন্থের নামে চমক লাগিবারই কথা। সাহিত্য-পরিষদের চেষ্টায় চণ্ডীদাসের অনেক নূতন গদ্ধ প্রকাশিত হইয়াছে। সাহিত্য-পরিষদের শৈশবেই আমার বাল্যবন্ধু যুক্ত নীলরতন মুখোপাধ্যায় পরিষৎ-পত্রিকায় অনেকগুলি নূতন পদ প্রকাশ করেন। নীলরতন বাবু বীরভূমির অধিবাসী—তিনি তখন কীর্ণহার ইস্কুলে শিক্ষকতা করিতেন,—ঐখন রামপুর হাটে শিক্ষকতা করেন। তিনি পরে আরও বহুসংখ্যক পদের সন্ধাম পান। তাহার সংগৃহীত পদগুলি তিনি পরিষৎকর্তৃক প্রকাশখ আমার হাতে দিয়াছিলেন—পরিবৎ তাহাকেই সম্পাদক নিযুক্ত করেন এবং তাহারই সম্পাদকতায় চণ্ডীদাসের পদাবলী পরিষৎকর্তৃক প্রকাশিত হইয়াছে। সেই পদাবলীমধ্যে র্তাহার আবিষ্কৃত ঐ সকল পদ স্থান পাইয়াছে। নীলরতন বাবুর সুম্পাদিত পদাবলীতে ৮৩০টি পদ আছে —ইহার পূৰ্ব্বে চণ্ডীদাসের ভণিতাযুক্ত এতগুলি পদ আর কোথাও প্রকাশিত হর নাই । ' নীলরতন বাবুর সম্পাদিত এবং পরিষৎ কর্তৃক প্রকাশিত চণ্ডীদাসের পদবলী সম্বন্ধে কিছু আলোচনা হইয়াছিল ; কিছু প্রতিকুল সমালোচনাও হইয়াছিল। প্রথম প্রশ্ন উঠে, চণ্ডীদাসের ভণিত থাকিলেই পদটি বস্তুতঃ চণ্ডীদাসের রচিত বলিয়া গ্রহণ করিUেশহইল, তাহার মানে কি? প্রশ্নটি সমীচীন বটে। জাল চণ্ডীদাস যে জন্মে নাই, ভাহা কেহ হলপ করিয়া বলিতে পরিবেন না । সভাদাসের নামের এমন মাহাত্ম্য যে, অনেক অকবিও স্বরচিত পদের গৌরষ বাড়াইবার