পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २v' ] সমাধি শ্ৰীবৃন্দাবনে বিদ্যমান আছে, জানিতে পারা যায়। রামিণীও ঐ পথ অনুসরণ করেন ।*৩২ স্বগীয় ভদ্র মহাশয় রমণী বাবুর কথারই প্রতিধ্বনি করিয়াছেন,৩৩ অনেকেই করিয়াছেন ॥৩৪ আমাদের বড়ই দুর্ভাগ্য, বৃন্দাবনে বাঙ্গালী কবির সমাধির কোন পাতা লাগাইতে পারি নাই । তত্রতা অধিবাসীদের উপর চণ্ডীদাসের নাম কোনরূপ ক্রিয়া করে না ; কখন করিত কি না, ভগবান জানেন। পদাবলীতে বা অন্তর চণ্ডীদাসের বৃন্দাবন গমনের কোন আভাস মিলে না। ঐযুক্ত সান্ন্যাল মহাশয়ের মতে, খৃষ্টীয় ১২শ শতাব্দীতে বীরসিংহ বীরভূমে রাজা হন। তিনি স্বীয় নামে রাজধানী নিৰ্ম্মিত করেন। রাজা বীরসিংহ রাজধানীর অনতিদূরে পুরাণ-বর্ণিত পুণ্যভূমির আদর্শে দ্বিতীয় বৃন্দাবন রচনা করিয়া, তাহাতে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠিত করেন । চণ্ডীদাস বীরসিংহের নকল বৃন্দাবনে সমাধিমগ্ন হন, ইত্যাদি ইত্যাদি ৷ss এ সকল কথা কত দূর প্রামাণিক, পাঠকগণ তাহার বিচার কfরবেন। উপরের আলোচনা হইতে কবির সম্বন্ধে আমরা নিম্নলিখিত কয়টি কথার বেশী কিছু জানিতে পারি না । ( ১ ) চণ্ডীদাস খৃষ্টীয় ১৪শ শতকের প্রথমাদ্ধে আবিভূত হইয়াছিলেন ; তাহার আর এক নাম অনন্ত । ( ২ ) তিনি ব্রাহ্মণবংশসস্তুত । (৩) নান্নরে তাহার বাস ছিল । ( s ) তিনি সহজ-ভজন আশ্রয় করেন এবং নাচ সংসৰ্গহেতু সমাজচ্যুত হন। (৫) কবি ধন-জনবিরহিত ছিলেন না । ( ৬ ) তিনি অনেকানেক পদ রচনা করেন । ( ৭ ) বিদ্যাপতির সহিত র্তাহার সাক্ষাৎ হইয়াছিল । (৮) তাহার মুর্থ অপবাদ অমুলক । ( ৯ ) তিনি সঙ্গীত শাস্ত্রে বিশেষজ্ঞ ও উচ্চ অঙ্গের গায়ক ছিলেন। বর্ণনীয়-বিষয় “কৃষ্ণকীর্তন’ গীত-গোবিন্দের অনুকরণে রচিত গীতি-নাট্য শ্রেণীর গীতিকাব্য। ইহার অধিকাংশ পদ শ্ৰীকৃষ্ণ, শ্রীরাধা অথবা বড়াইর (দূতীয় ) উক্তি । বর্ণনীয় বিষয়—শ্ৰীকৃষ্ণের বাল্য-লীলা । পুথির প্রাপ্ত অংশ ১৩শ ৩২ চণ্ডীদাসের’র ভূমিকা, পৃ• [১৭] । ৩৩ গৌরপদ-তরঙ্গিণীর উপক্ৰমণিকা, পৃ- ৮২ ৷ ৬৪ বঙ্গভাষার লেখক, পৃ" ও নব্যতারত, ১২শ খণ্ড, ৭ম সংখ্যা, পৃ. ৩৫১। ও৫ চণ্ডীদাস-চরিত, পৃ. ১১২-১১৬।