এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
१२b শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন এভোহো সুন্দরি রাধা ধরু মোর বোল । কোঁড়ার আস্তরে মোরে দেউ চুম্ব কোল ॥ ৯ ॥ আকারণে বোলে রাধ মোরে আমুখর । গাইল বড়, চণ্ডীদাস বসিলা বর ॥১০ ॥ নিশম্য কৃষ্ণবচনং মহারোষবর্তী সতী । জরতী রাধিকামাধিম তা মিতি ততো বদত ॥ রামগিরিরাগঃ ॥ আঠতালা ॥ আনেক যতন করি নান্দের নন্দন । আহ্মা হাথে আনায়িল তোহ্মা বুন্দাবন ॥ আসিষ্টে তোহ্মাক দেখা হরষিত মন । আtশু গেলা দেখায়ির্তে তোহ্মাক তরুগণ ॥ ১ ॥ ! خ3.ltگی এবে মোক বোলে কাহাঞি সব বিপরীত । হেন বুঝে রাধা তো করিলি কুচরাত ॥ ধ্রু ॥ তার বৃন্দাবনক আয়িলাহো চিরকালে । তুলী লৈল নানা ফুল ভাঙ্গি লৈল ডালে ৷ জত আপরাধ কৈল জগণহ আপণে । তার বোল ন ধরিলে মরসিব কেহে ॥ ২ ॥ শ্ৰেহ্মার চরিত্র রাধা না বুঝিএ ভাল । কাহাঞি কে ভাণ্ডিতে পারিবে কত কাল ॥ আমুরোধ এড়ায়ির্তে নারিবি তাহার। বুৰঞ্জা রাখহ রাধা মোর উপকার। ৩ ॥