পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃন্দাবনখণ্ড ২২৩ কেহ্নে হেন কাম কৈলে । সব ফুল ফল লৈলে । বৃন্দাবন মাঝে পসিঙ্গী রাধা সব তরু শুন কৈলে ॥ দেখি আঁ পোড়ে হৃদয়ে । যেন মোর প্রাণ জীএ । কাহাকে কহিবে। কেন পাতিতা এ বড়, চণ্ডীদাস গtএ ॥৪৷৷ কোড়ারাগঃ ॥ লযুশেখরঃ ॥ মো নাহি নাশি তোর বৃন্দাবনে স্বণ ল সুন্দর কাহাঞি । পথিক লোক তাক উপভোগে ল তাত মোর দোষ নাহি ॥১॥ মিছা দোষ মোরে ন| দিহ কাহাঞি ল মে জীওঁ রাজপথে ॥ ধ্রু ॥ মে। যবে জগণিতে হেন করিবে তোল r তবে নাসির্তো এ বাটে । নাহি যাইতে দধি দুধ বিকণিতে ল কাহাঞি মথুরার হাটে ॥ ২ ॥ না জাণে কি তোর মণে রোষ আছে ল মোর দোষ তে কারণে । তোহ্মাক চেন বুলির্তে না জুআএ তোহ্মে নান্দের নন্দনে ॥ ৩ ॥ এহ পৰ্গে আরবীর নাহি জাইবে ল দেহে য। জীউ বসে । বাসলী চরণ শিরে বন্দিতা গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥